Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হঠাৎ শ্রেণিকক্ষে হাজির হয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন সিনিয়র সচিব 
Sunday July 31, 2022 , 12:34 pm
Print this E-mail this

পাশাপাশি শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান এবং পরিবেশ নিয়ে কথা বলেন তিনি

বরিশালে হঠাৎ শ্রেণিকক্ষে হাজির হয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন সিনিয়র সচিব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হঠাৎ করেই বরিশাল নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু। এসময় তিনি শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করান। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান এবং পরিবেশ নিয়ে কথা বলেন। দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষকদের। শ‌নিবার (৩০ জুলাই) দিনভর বরিশাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এই দিক নির্দেশনা দেন তিনি। প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ পরিচালক মো: জামাল উদ্দিন জানান, ‘শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু নগরীর পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, পূর্বে থেকেই স্যারের স্কুল পরিদর্শনের কর্মসূচি ছিলো। কিন্তু কোন স্কুলে যাবেন সে বিষয়টি নির্ধারণ ছিলো না। শনিবার সকালে হঠাৎ করেই তিনি ঘনবসতিপূর্ন এলাকা পলাশপুরের আলহাজ্ব দলিল উদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান।

সেখানে গিয়ে তিনি ক্লাশরুমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের লেখাপড়ার খোঁজ-খবর নেন। পাশাপাশি তিনি ক্লাশরুমে পাঠ্যবই নিয়ে শিক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের পাঠদান করান তিনি। এসময় শিক্ষার্থীরা স্যারের কথা মনোযোগ দিয়ে শুনেন। পরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র সচিব। এসময় শিক্ষক হিসেবে কর্তব্য পালন ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের কার্যক্রম দেখে সন্তুষ্ট প্রকাশ করেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু। পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক মো: জামাল উদ্দিন, সহকারী জেলা শিক্ষা অফিসার জাহিদুল কবীর তুহিন, সদর উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহারসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বুধবার তিন দিনের সফরে বরিশালে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু। বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জে আশির দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের নামে ব্রিজ এবং রাস্তার নামকরণের ফলক উন্মোচন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া শুক্রবার বরিশাল বিভাগে কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র সচিব। শুক্রবার মুসলিম গোরস্থানে তার মাতা, ভাই ও ভাগ্নির কবর জিয়ারত করেন। শনিবার নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।




Archives
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ