Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়কে চাদাঁবাজি ও থ্রি হুইলার বন্ধে কঠোর নির্দেশনা আইজিপি’র 
Saturday June 6, 2020 , 3:00 pm
Print this E-mail this

পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐক্যমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতারা

বরিশালে সড়কে চাদাঁবাজি ও থ্রি হুইলার বন্ধে কঠোর নির্দেশনা আইজিপি’র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সড়ক মহাসড়কে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি ও থ্রি হুইলার বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে আইজিপি ড. বেনাজীর আহম্মেদ। শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে এক ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, সড়কে মহাসড়কে শ্রমিক কল্যান ইউনিয়ন বা মালিক সমিতির নামে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন আইজিপি মহোদয়। এছাড়া বেতনের অংশ থেকেও টাকা কেটে রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। যাতে সড়কে চাঁদাবাজি বন্ধ করা হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এদিকে জানা গেছে, পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐক্যমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতারা। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এক সভায় এই ঐক্যমতে পৌঁছেন। সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান আইজিপি। সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: শাহজাহান খান, সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো: ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো: মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন