Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে হামলা, গ্রেফতার ৮ 
Tuesday August 30, 2022 , 3:08 pm
Print this E-mail this

মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে

বরিশালে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে হামলা, গ্রেফতার ৮


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীসহ ছয় জনকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব, ডিবি ও মেহেন্দীগঞ্জ থানা পুলিশ বরিশাল নগরী ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুই দিনে মামলার আট আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ছয় আসামিকে র‍্যাব ও অপর দুই আসামিকে ডিবি ও মেহেন্দীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার (আগস্ট ৩০) দুপুর ১টার দিকে নগরীর রূপাতলী র‍্যাব-৮’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম। গ্রেফতারকৃত আসামিরা হলেন-মেহেন্দীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান হোসেন সোহেল মোল্লা, মো: মিরাজ, মো: জাহাঙ্গীর আলম ওরফে গনি জমাদ্দার, কামরুল ইসলাম রিপন, কামাল মাঝী, মো: সোহাগ, মো: আলআমিন ও মাকসুর রহমান মিরাজ। তাদের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮ আগস্ট দুপুরে মো: রিমন নামে আহত এক ছাত্রলীগ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন সাত যুবক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর কিছুক্ষণ পর ২০-২৫ জন রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান। এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে নির্মমভাবে আঘাত করতে থাকেন রিমন ও তার সঙ্গে থাকা ছয় যুবককে। হাসপাতালের জরুরি বিভাগের মেঝেতে রক্ত ছড়িয়ে পড়ে। তাদের তাণ্ডব ও নির্মমতা দেখে জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার শাকিলা ইসরাত জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় জরুরি বিভাগের স্টাফরা আতঙ্ক ও ভয়ে সেখান থেকে পালিয়ে যান। হাসপাতালের নেবুলাইজার মেশিন ও ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করেছে হামলাকারীরা। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ ঘটনা। খবর পেয়ে পুলিশ আসার পর সেখান থেকে চলে যান হামলকারীরা। দলীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এবং তার বিরোধী পক্ষের অন্যতম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা গত কয়েক বছরে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছেন। দু’পক্ষের বিরোধে এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত ও অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছেন। প্রায় দিনই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছাত্রলীগ কর্মী রিমন ও তার সঙ্গে থাকা যুবকরা ছিলেন পৌর মেয়র কামাল উদ্দিন খানের অনুসারী। অন্যদিকে সোহেল মোল্লাসহ হামলাকারীরা ছিলেন এমপি পংকজ নাথের অনুসারী। পৌর মেয়র কামাল উদ্দিন খান জানান, হাসপাতালে হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের সমর্থক বা অনুসারী। পংকজ নাথের অনুসারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ছাত্রলীগ কর্মী রিমনকে ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে রাস্তা থেকে ধরে কাউন্সিলর সোহেল মোল্লার বাসায় নিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে তিনি (কামাল) থানায় ফোন করে রিমনকে উদ্ধার করতে পুলিশ পাঠাতে বলেন। পুলিশ পৌঁছানোর আগে আশপাশের মহিলারা রিমনকে উদ্ধার করেন। পরে ৬-৭ জন ছাত্রলীগ কর্মী খবর পেয়ে চিকিৎসার জন্য রিমনকে হাসপাতালে নিয়ে যান। তারা হাসপাতালের পৌঁছার কিছুক্ষণ পরই কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়। তাদের হামলায় ছাত্রলীগ কর্মী মো: রিমন, মো: ইমরান, জেহাদ, আবদুল্লাহ, নোমান সরকার ও যুবলীগ নেতা এএস মামুন গুরুতর আহত হন। এদিকে এরপর দিন ২৯ আগস্ট হামলায় আহত মো: ইমরান বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় সোহেল মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে মামলা করেন।র‍্যাব-৮’র উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, র‍্যাব-৮’র সদস্যরা বরিশাল নগরী ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে হামলা মামলার ছয় আসামিকে গ্রেফাতার করেছে। তাদেরকে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, থানা ও জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও তার সহযোগী মিরাজকে গ্রেফতার করেছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান ওসি মো: শফিকুল ইসলাম।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন