Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১২, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বাস্থ্যখাতের সংস্কার দাবিতে সড়কেই জুমার নামাজ আদায় 
Friday August 8, 2025 , 3:41 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না

বরিশালে স্বাস্থ্যখাতের সংস্কার দাবিতে সড়কেই জুমার নামাজ আদায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করছে আন্দোলনরত ছাত্র-জনতা। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এ সময় নানা স্লোগান দেন তারা। এ নিয়ে ১২তম দিনের মতো এই আন্দোলন চলছে। দুপুরে জুমার নামাজের সময় হয়ে গেলে সড়কেই নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। নামাজে আন্দোলনকারী ছাড়াও, কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয়রা অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। ১২তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয়নি কিংবা আলোচনায় বসেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ব্লকেড চলবে। আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, নথুল্লাবাদ এলাকায় যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা উপস্থিত রয়েছি। জনদুর্ভোগের বিষয়টি আন্দোলনকর্মীদের বিবেচনা করার অনুরোধ করেছি।messenger sharing button




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা