প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে স্কুলছাত্র ও গৃহ শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপ, দু’জনের যাবজ্জীবন
Sunday October 26, 2025 , 8:51 pm
দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা
বরিশালে স্কুলছাত্র ও গৃহ শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপ, দু’জনের যাবজ্জীবন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্র ও তার গৃহ শিক্ষকের উপর অ্যাসিড নিক্ষেপের মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো: এমতাজুল হক এ রায় দেন। বরিশাল মহানগর দায়রা জজ আদালত চালুর পর প্রথম এ রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
তারা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের দিনেশ ঘরামীর ছেলে শিশির ঘরামী (২২) ও একই এলাকার সুদীপ ঘরামীর ছেলে প্রদীপ ঘরামী (২১)। উভয়ে উপজেলার রহমত বাজারের স্বর্ণের ব্যবসায়ী। অ্যাসিড নিক্ষেপে ভুক্তভোগীরা হলেন-রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রোণর ছাত্র উৎপল হালদার (১৫) ও তার গৃহশিক্ষক কৃষি গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আশিষ মল্লিক (১৮)। ভুক্তভোগী ও দণ্ডিতরা পরস্পরের প্রতিবেশী। মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, রহমতপুর বাজারে স্বর্ণের ব্যবসা নিয়ে স্কুল ছাত্র উৎপলের চাচা ও আসামিদের মধ্যে বিরোধ ও শত্রুতা ছিল। এর জের ধরে ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাতে ঘুমন্ত স্কুল ছাত্র ও গৃহশিক্ষকের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে উৎপলের মুখমণ্ডল ও আশিষের বাহু ঝলসে ও পুড়ে যায়। এ ঘটনায় উৎপলের বাবা উত্তম হালদার বাদী হয়ে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় দু’জন নামোল্লেখ করে ছয় জনকে আসামি করেন। পরে এয়ারপোর্ট থানার এসআই নিখিল চন্দ্র মজুমদার ওই বছরের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে বিচারকাজ চলাকালে ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়, পরে রোববার রায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এ রায়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে বলেও মন্তব্য করেন পিপি নাজিমউদ্দিন আহমেদ।