Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সরকারি ভবন দখল করে এক আ’লীগ নেতার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার অভিযোগ 
Thursday September 30, 2021 , 1:58 pm
Print this E-mail this

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও কিছু জানাননি, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন-বরিশাল জেলা সিভিল সার্জন

বরিশালে সরকারি ভবন দখল করে এক আ’লীগ নেতার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের তিন তলাবিশিষ্ট একটি ভবন চার বছর ধরে দখল করে কিন্ডারগার্টেন গড়েছেন উপজেলা আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। সরকারি ভবনে অবৈধভাবে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাকেরগঞ্জ পৌর মেয়র—এমনটাই দেখা গেছে বিশাল আকৃতির সাইনবোর্ডে। অংকুর কিন্ডারগার্টেনের পরিচালক হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু। একই ভবন দখল করে কার্যালয় করেছেন স্যানিটারি ইন্সপেক্টর। স্বাস্থ্য বিভাগের স্টাফও আছেন এর একাংশ দখল করে। ভবনের সামনে পাথরের স্তূপ করে রেখেছেন যুবলীগের নেতা ও স্থানীয় এক ঠিকাদার। বছরের পর বছর এভাবে সরকারি একটি ভবন বেদখল থাকলেও স্বাস্থ্য বিভাগ কিছুই জানে না। এ নিয়ে বাকেরগঞ্জ পৌর এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি ভবনে কীভাবে আওয়ামী লীগের নেতারা কিন্ডারগার্টেন স্থাপন করলেন জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী সাংবাদিকদের বলেন, ভবনটি এবং সেখানকার জমি স্বাস্থ্য বিভাগের। কিন্তু কীভাবে সেখানে কিন্ডারগার্টেন হয়েছে তা তিনি জানেন না। বিষয়টি খোঁজ খবর নিয়ে জানতে হবে। জানা গেছে, বাকেরগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড-সংলগ্ন সদর রোডে কয়েক বছর আগে স্বাস্থ্য বিভাগ ইন্টার্ন চিকিৎসকদের বসবাসের জন্য তিনতলা একটি ভবন নির্মাণ করে। কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কাজে না আসায় ধীরে ধীরে সেটি বিভিন্ন মহল দখল করে ফেলে। সর্বশেষ চার বছর আগে ভবনটির দ্বিতীয় তলা দখল করে কিন্ডারগার্টেন চালু করেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু। মূলত সাইনবোর্ডে মেয়রের নাম ব্যবহার করে স্বাস্থ্য বিভাগের ওই জমি ও ভবন দখল করাই উদ্দেশ্য বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। বাকেরগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর আ. হাকিম বলেন, জমি ও ভবন স্বাস্থ্য বিভাগের। অনেক বছর আগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের একটি প্রকল্পের অধীনে জমিতে তিনতলা ভবন করা হয়। শেবাচিমের শিক্ষার্থীরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্ন চিকিৎসকের দায়িত্ব পালন করবেন এবং নির্মিত ভবনটি ইন্টার্নদের আবাসিক হিসেবে ব্যবহৃত হবে, এমনটাই কথা ছিল। পরে ইন্টার্ন চিকিৎসকেরা বাকেরগঞ্জে না আসায় ভবনটি অব্যবহৃত থেকে যায়। পরে আওয়ামী লীগ নেতা শিবু ভবনটি দখল করে কিন্ডারগার্টেন করেছেন। কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলে তিনি জানান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অংকুর কিন্ডারগার্টেন এর পরিচালক অমল চন্দ্র শিবু বলেন, ভবনটি বরিশাল মেডিকেল কলেজের আওতায় একটি প্রকল্পের জন্য করা হয়েছিল। কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা এসে মাঝে মাঝে থাকবেন এমনটাই কথা ছিল। যেটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আছে। ভবনটি অবৈধভাবে দখলে ছিল একটি পক্ষের। এখনো স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য বিভাগের স্টাফরাও অবৈধভাবে দখল করে রেখেছে ভবনের একাংশ। তিনি চার-পাঁচ বছর আগে ভবনের দ্বিতীয় তলায় কিন্ডারগার্টেন করে শিক্ষার ব্যবস্থা করেছেন। এই কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। মেয়র বিষয়টি অবগত আছেন বলে জানান আওয়ামী লীগ নেতা শিবু। পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি ঠিকাদার খন্দকার জিয়াউর রহমান রিপন বলেন, ভবনটি মূলত ইন্টার্নি ডাক্তারদের হোস্টেল। তারা থাকেন না। কিন্ডারগার্টেন, সেক্রেটারিজ ইন্সপেক্টরসহ স্বাস্থ্য বিভাগের লোকজন সেখানে থাকেন। বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, স্বাস্থ্য বিভাগ একটি প্রকল্পের জন্য ভবনটি করেছিল। পরে তা বাতিল হয়। এখন সেখানে স্যানিটারি ইন্সপেক্টরের অফিস এবং নামেমাত্র একটি কিন্ডারগার্টেন রয়েছে। কিন্ডারগার্টেনের সঙ্গে আমার নামও রাখা হয়েছে বলে জেনেছি। এ ব্যপারে বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেনের জানা নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও তাকে কিছু জানাননি। তিনিও বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ