প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে শেষ হলো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’র অডিশন রাউন্ড
Wednesday February 17, 2021 , 9:38 pm
অনুষ্ঠানটির প্রযোজক ও পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র
বরিশালে শেষ হলো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’র অডিশন রাউন্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শেষ হলো মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’র অডিশন রাউন্ড। বুধবার সকাল থেকে বরিশাল বিভাগের ৬ জেলার প্রতিযোগীরা বরিশাল নগরীর স্ব-রোডস্থ পার্টি হাউজে উপস্থিত হন। এরপর রেজিস্ট্রেশন করে শুরু হয় অডিশন রাউন্ড। এর আগে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে হয় খুলনা-যশোর পর্যায়ের অডিশন। এটি এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। অডিশন রাউন্ডে বিচারক রয়েছেন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী শানারেই দেবী শানু, আইরিন সুলতানা ও কণ্ঠশিল্পী পুলক অধিকারী। উপস্থাপক হিসেবে রয়েছেন অভিনেতা ইভান সাইর ও মিস ইউনিভার্স আলিশা ইসলাম। স্টাইলিং ও কোরিওগ্রাফিতে রয়েছেন আসাদ খান। অনুষ্ঠানটির প্রযোজক ও পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।