Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ 
Sunday October 5, 2025 , 7:01 pm
Print this E-mail this

পার্ক সংলগ্ন লেকের পাশে প্রাচীর নির্মাণ বন্ধের দাবি

বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে ‘কালের সাক্ষী আমরাও’ শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (অক্টোবর ৫) সকাল ১১টায় বেলস পার্ক সংলগ্ন লেকপাড়ে নির্মাণাধীন দেয়ালের সামনে বরিশালের নাগরিকদের উদ্যোগে এই প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। গত ১৯ সেপ্টেম্বর থেকে বরিশালের নাগরিকরা ধারাবাহিকভাবে এই বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছেন। আজকে ‘কালের সাক্ষী আমরাও’ শীর্ষক শিশু চিত্রাঙ্কনে অর্ধ শতাধিক শিশু তাদের আঁকা ছবির মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। চিত্রাংকন করতে আসা শিশুরা বলেন, অভিভাবকদের সাথে বেড়াতে আসার জন্য শহরের মধ্যে এই জায়গাটি তাদের খুব প্রিয়, কারণ এখানে পুকুরপাড়ে বাতাসে বসে থাকা যায়, ঠান্ডা বাতাসে হেঁটে বেড়ানো যায়। অথচ সেই জায়গাটি জেলা প্রশাসক চিড়িয়াখানার মত খাঁচাবন্দী করতে চাইছেন। অথচ বরিশালে প্রাকৃতিক পরিবেশের এমন জলাশয় আর একটিও নেই। শিশুরা তাদের ছবিতে নানাভাবে রংতুলির আঁচড়ে দেয়াল নির্মাণের প্রতিবাদ জানান। চিত্রাংকন শেষে প্রায় ৫০টি প্রতিবাদী ছবি নির্মাণাধীন দেয়ালের পিলারে সাথে টাঙিয়ে দেয়া হয়। প্রতিবাদী চিত্রাংকন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-নাট্যব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, চিত্রশিল্পী আবদুস সোবাহান বাচ্চু, চিত্রশিল্পী চন্দ্রশেখর বাবুল, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সংগ্রামী সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য জলিলুর রহমান, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। তারা প্রতিবাদী চিত্রাংকন কর্মসূচির সঙ্গে সংহতি জানান ও অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্ক সংলগ্ন লেকের পাশে এই প্রাচীর নির্মাণ বন্ধ করে জলাশয়টি উন্মুক্ত রাখার দাবি জানান।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন