মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বুধবার (২ ডিসেম্বর) বিকাল ৩ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল ও সেভ দ্য চিলড্রেন’র আয়োজনে বিভাগীয় উপ-পরিচালক’র সম্মেলন কক্ষে বরিশাল জেলা অনলাইন প্রাথমিক শিক্ষা পেইজে লাইভ ক্লাসে পাঠদানকারী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আব্দুল লতিফ মজুমদার, সহকারি পরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল মোঃ আরিফ বিল্লাহ, সিনিয়র ম্যানেজার সেভ দ্য চিলড্রেন বরিশাল ফারুক হোসেনসহ প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা। শুরতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ অনলাইন প্রাথমিক শিক্ষা পেইজে লাইভ ক্লাসে পাঠদানকারী শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। উল্লেখ্য, করোনা কালীন সময়ে শিক্ষার মান ধরে রাখতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ভিন্ন আঙ্গিকে অনলাইন ক্লাস নেওয়া হয় যার নাম দেয়া হয় অনলাইন প্রাথমিক শিক্ষা পেইজে লাইভ ক্লাস।