Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২৭, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা 
Wednesday November 26, 2025 , 11:17 pm
Print this E-mail this

সাংবাদিকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গোটা আয়োজনস্থল উৎসবমুখর হয়ে ওঠে

বরিশালে রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে জাঁকালো আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (নভেম্বর ২৬) সন্ধ্যা রাতে শহরের পুলিশ লাইন সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের অসংখ্য সিনিয়র সাংবাদিকদের আগমনে গোটা অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতপরবর্তী পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও ‘নিউজ এডিটরস কাউন্সিল’, বরিশালের সভাপতি হাসিবুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন শুরু হয়।

পত্রিকাটির গত এক বছরের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির বরিশাল ব্যুরো চিফ মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ। বক্তারা বিগত এক বছরে সংবাদমাধ্যমটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আগামীতে আরও কলবর বৃদ্ধি করাসহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিভাগীয় শহর বরিশালে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশ নেন-খ্যাতিমান কবি ও সাহিত্যিক হেনরী স্বপন, সিনিয়র সাংবাদিক ও বরিশালটাইমস অনলাইন নিউজপোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল বিশ্বাস, আমার দেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ নিকুঞ্জ বালা পলাশ, দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো চিফ সুমন চৌধুরী, খবরের কাগজের বরিশাল ব্যুরো মাইনুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো চিফ সাইদ মেনন, বনিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ এম মিরাজ হোসাইন, বাংলাভিশন টেলিভিশনের ব্যুরোপ্রধান শাহীন হাসান, সাংবাদিক ও যমুনা টিভির বরিশাল ব্যুরোপ্রধান কাওসার হোসেন, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, মো: আসাদুজ্জামান, দীপ্ত টিভির বরিশাল ব্যুরো চিফ মর্তুজা জুয়েল, বৈশাখী টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মিথুন সাহা, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো চিফ আরিফ হোসেন, অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজের বরিশাল প্রতিবেদক শাওন খান, বাংলানিউজের প্রতিবেদক মুশফিক সৌরভ, স্টার নিউজের ব্যুরো চিফ সৈয়দ মেহেদী হাসান এবং স্থানীয় অনলাইন নিউজপোর্টাল বরিশাল বাণীর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ। এছাড়াও বরিশাল সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকেরা আয়োজনে অংশ নেন। সাংবাদিকদের এই স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গোটা আয়োজনস্থল উৎসবমুখর পরিবেশের অবতারণা হয়। বিশেষ দিনে রূপালী বাংলাদেশের বরিশাল কেন্দ্রীয় এই আয়োজনকে ব্যতিক্রম হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক নেতারা। তাদের ভাষায়, টেলিভিশন বা পত্রিকার সকল আয়োজনে প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীদের আধিক্য দেখা যায়। কিন্তু রূপালী বাংলাদেশ শুধু মাত্র সাংবাদিকদের নিয়ে এবার আয়োজন করেছে এবং সেখানে সাংবাদিক নেতাদের মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়, যা প্রশংসার দাবি রাখে, এমন মন্তব্য পাওয়া গেছে।




Archives
Image
প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল
Image
ফের ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে
Image
বরিশালে সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচনায় অলি, অপকর্ম চালাতে দল বদল
Image
বরিশালে রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
Image
শেখ হাসিনার স্বর্ণ জব্দ, নতুন তথ্য দিলেন দুদক মহাপরিচালক