Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক অডিশন, ইয়েস কার্ড পেল ২২ জন 
Friday April 1, 2022 , 11:26 am
Print this E-mail this

বিজয় ছিনিয়ে আনতে অধিকতর অনুশীলন করে নিজেকে প্রস্তুত করার পরামর্শ প্রদান বিচারকদের

বরিশালে মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক অডিশন, ইয়েস কার্ড পেল ২২ জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে দেশে প্রথমবারের মত ফোক গানের মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক বরিশাল বিভাগের প্রাথমিক নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে বরিশাল বিভাগের অডিশন। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর,বরগুনা এবং ভোলা জেলার ফোক শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় এই অডিশন। এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফার তত্বাবধানে আবৃত্তি শিল্পী রাখী শায়ন্তনীর উপস্থাপনায় ফোক গানের মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক বরিশাল বিভাগের অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন-বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী জহিরুল ইসলাম সোহেল, ললিত দাস, অর্চনা বিশ্বাস, নাসের জামাল ও সুধীর তালুকদার।

সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের রেজিষ্ট্রেশন শেষে সিরিয়াল অনুযায়ী অডিশন নেয়া হয়। শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫ জন বিচরক প্যানেল ২২ জনকে ইয়েস কার্ড প্রদান করেন। ইয়েস কার্ড প্রাপ্তরা পরবর্তী প্রতিযোগীতার জন্য ঢাকায় ২য় ধাপের প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বিচারক প্যানেল ইয়েস কার্ড প্রাপ্তদের চুড়ান্ত প্রতিযোগীতায় যেন বরিশাল বিভাগের পক্ষ থেকে বিজয় ছিনিয়ে আনতে পারে, তার জন্য অধিকতর অনুশীলন করে নিজেকে প্রস্তুত করার পরামর্শ প্রদান করেন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী