Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এক মুচির পাশে উপ-সচিব মো: আক্তার জামীল 
Wednesday April 29, 2020 , 10:48 pm
Print this E-mail this

নিজ বেতনের টাকা দিয়ে কিছু উপহার তুলে দেন, তিনি একজন বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা

বরিশালে এক মুচির পাশে উপ-সচিব মো: আক্তার জামীল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর রবিদাস শ্রেণির (মুচি) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) তরফদার মো: আক্তার জামীল। তিনি গতকাল নগরীর ২০ জন মুচিকে সহায়তা প্রদান করেছেন। এ বিষয়ে তরফদার মো: আক্তার জামীল জানান, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা থেকে নিজ বাসভবনে ফিরছিলেন। হঠাৎ জেলা পরিষদের রাস্তার মোড়ে গাড়ীর ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। এরপর দোকানে বসা লোকটি তাকে জানালেন তিনি মুচি। লোকজনের জুতা সারাই করেন। প্রয়োজন থাকলেও করোনার কারণে এখন আর নিয়মিত বসতে পারেন না। গত দু’দিন ধরে এখানে বসছেন। তাছাড়া অফিস-আদালত, মার্কেট, শপিংমল বন্ধ থাকায় লোকজনও জুতা সারাইয়ের জন্য এখন আর আসে না। তবুও যদি কাস্টমার পাওয়া যায় এ আশায় মাঝে-মধ্যে একটু আসেন। যদি কিছু টাকা কামাই করতে পারেন। কোনো ত্রাণ পেয়েছেন কিনা একথা জানতে চাইলে বললেন, কয়েক দিন আগে জেলা পরিষদ হতে কিছু ত্রাণ পেয়েছিলাম। ৫ জনের সংসার। এতটুকুতে কি আর চলে। আমি একা না। আশপাশে আমরা আরও ১০/১৫ জন আছি। সবারই একই অবস্থা। তাছাড়া সারা শহরে তো অনেকেই আছেন যারা মুচির কাজ করেন। তাই নিজ বেতনের টাকা দিয়ে অসহায় রবিদাস শ্রেণির মানুষদের কিছু উপহার তিনি তুলে দেন তরফদার মো: আক্তার জামীল। উল্লেখ্য, তিনি একজন বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার