Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মিথ্যা মামলা দেয়ায় বাদীকে পুলিশে দিলো আদালত 
Monday October 25, 2021 , 7:16 pm
Print this E-mail this

এক চিকিৎসকের সিল সই জাল করে জখমী সনদ তৈরি, আদালতে ভূয়া প্রমানিত

বরিশালে মিথ্যা মামলা দেয়ায় বাদীকে পুলিশে দিলো আদালত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লুৎফর রহমান নামের এক ব্যক্তি চলতি বছরের ৪ এপ্রিল বাদী বরিশাল চীফ জুডিসিয়াল আদালাতে একটি মামলা দায়ের করেন। মামলা নং : সিআর ১৪৭/২০২১। মামলার বিবরণে বাদী তার ভিকটিম রেহানা বেগমের জখমী সনদ দাখিল করেন। জখমি সনদ দেখে আদালত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সনদ যাচাই পূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পরিচালক এই সনদ জাল জালিয়াতির মাধ্যমে হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। বৃহষ্পতিবার (অক্টোবর ২৮) মামলার তারিখে হাজিরা দিতে আসেন বাদী লুৎফর রহমান। হাজিরা দেয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। জানা গেছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক মাহবুবর রহমান নামের এক চিকিৎসকের সিল সই জাল করে এই জখমী সনদ তৈরি করা হয়। আদালতে প্রমানিত হয় যে এই সনদ ভূয়া। এই কারণে বরিশাল চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদীকে পুলিশ হেফাতে নেয়ার নির্দেশ প্রদান করেন। বরিশাল অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাদী লুৎফর রহমানকে বরিশাল কোতয়ালী মডেল থানায় সোর্পদ করেন। আদালত মনে করেন, বাদী পেনাল কোড, ১৮৬০ এর ৪৬৬, ৪৬৮ এবং ৪৭১ ধারায় অপরাধ করিয়াছেন। তাই তাকে কোতয়ালী পুলিশ এই মামলা দায়ের করে আদালতে পাঠাবেন বলে জানা গেছে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন