Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ২:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাদকসেবী স্বপনের বিরুদ্ধে এক এসএসসি পরিক্ষার্থীর পা ভেঙে দেয়ার অভিযোগ 
Tuesday February 25, 2020 , 10:49 am
Print this E-mail this

এর বিচারের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে শিক্ষার্থীরা

বরিশালে মাদকসেবী স্বপনের বিরুদ্ধে এক এসএসসি পরিক্ষার্থীর পা ভেঙে দেয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক : আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবসের শহীদের স্মরণে শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে ফুল আনতে গিয়ে মাদক সেবীর হামলার শিকার হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এই গ্রামের মুজাম্মেল হক সিকদারের ছেলে মুলাদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভোকেশনালের ছাত্র এসএসসি পরীক্ষার্থী বনি আমিন পার্শ্ববর্তী এক প্রতিবেশীর গাছ থেকে কয়েকটি ফুল ছিড়ে আনে। এ সময় একই গ্রামের গ্রাম্য ডাক্তার মন্টু দাসের ছেলে স্বপন দাস বনি আমিনকে এলোপাথারী মারধর করে। পরে বনি আমিনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলেও রেহাই পায়নি বনি আমিন। বনি আমিনের পা ভেঙ্গে ক্ষান্ত হয় মদ্যপ স্বপন দাস। বনি আমিন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে পরীক্ষার জন্য বাড়ি চলে আসে এবং ভাঙ্গা পা নিয়ে পরীক্ষা দিচ্ছে বনি আমিন। এলাকাবাসীর অভিযোগ, স্বপন দাস দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার ছত্রছায়ায় সে বেপরোয়া হয়ে উঠে। স্বপন দাসের ভয়ে থানা পুলিশ কিংবা আইন আদালতের আশ্রয় গ্রহন করতে পারেনি বনি আমিনের বাবা। বনি আমিনের হামলার খবর মুলাদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পৌঁছলে ফুসে উঠে গোটা কলেজ ক্যাম্পাস। এর বিচারের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে, এসএসসি পরীক্ষা চলার ফলে কর্মসূচী দিতে বিলম্ব হচ্ছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ