Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহিলাদের নতুন সংগঠন ‘ইনার হুইলের’ আত্মপ্রকাশ 
Monday March 2, 2020 , 6:06 pm
Print this E-mail this

১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে মহিলাদের সংগঠনের যাত্রা শুরু

বরিশালে মহিলাদের নতুন সংগঠন ‘ইনার হুইলের’ আত্মপ্রকাশ


নিজস্ব প্রতিবেদক : বরিশালে ‘ইনার হুইল’ নামে মহিলাদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বরিশাল নগরীর একে স্কুলের হলে গত বৃহস্পতিবার এক প্রস্তুতি সভায় আলোচনার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে মহিলাদের সংগঠনের যাত্রা শুরু হয়। শুক্রবার ‘ইনার হুইল’ সংগঠন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে কেন্দ্রীয় মহিলা সংগঠনের ১৫ জন নেতৃবৃন্দের উপস্থিতিতে বরিশালের কমিটি গঠিত হয়েছে। সংগঠনের বরিশাল কমিটিতে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সরকারী বিএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ সাজেদা। ভাইস প্রেসিডেন্ট ডা. বনলতা মুর্সিদা দিলরুবা আক্তার, সেক্রেটারী রেবেকা সুলতানা, কোষাধাজ্ঞ লতিফা বেগম মুক্তা, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার (আইএমও) শেখ অন্যন্যা আহমেদ, ক্লাব করেসপন্ডেন্ট নারগিস সুলতানা চায়না ও ইসি মেম্বর তানজিলা জেরিন প্রমি। সদস্যরা হলেন-পারভীন আফরোজ শীলা, সোনিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌশ, তানিয়া সুলতানা, জেসমিন আক্তার রিমা, এনজেল আক্তার ও জাহিদা আক্তার তানিয়া প্রমুখ। বরিশালে মহিলাদের নতুন এই কমিটি গঠনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান তাহিয়া খলিল, ভাইস চেয়ারম্যান এনজেলা বৈশাখী ম্যানডেস, চ্যাটার প্রেসিডেন্ট ফাতেমা মাজিদ, ডিস্ট্রিক চেয়ারম্যান বুলবুল আলম, ডিস্ট্রিক চেয়ারম্যন লাভলী বায়জীদ, ক্লাব প্রেসিডেন্ট আয়সা খাতুন ও ইসি মেম্বার শামীমা মাসুদ প্রমুখ।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ