Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত 
Thursday November 17, 2022 , 7:52 pm
Print this E-mail this

ভাসানীর অবদান তুলে ধরে আগামীর প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণের দাবি

বরিশালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (নভেম্বর ১৭) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে জনতার শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠিত হয়। মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।

এ সময় নেতারা বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সব প্রাণের মর্যাদার জন্য তিনি লড়াই করেছেন। আজ আমাদের দুর্ভাগ্য, এ বাংলাদেশে আমরা আছি, যেখানে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দল বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। এ দল বাংলাদেশের সমস্ত কণ্ঠস্বরকে থামিয়ে দিতে চায়। ভয় দেখাতে চায়। তারা রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে পকেটে নিয়ে রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। দেশে নির্বাচন নেই, নির্বাচনকে তারা তামাশায় পরিণত করেছেন। তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাই পৃথিবীতে যতদিন শোষণ-বঞ্চনা থাকবে মওলানা ভাসানী ততদিন প্রাসঙ্গিক থাকবেন। ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো অপশক্তি মওলানা ভাসানীকে প্রান্তিক করতে চাইলেও তারা তা পারবে না। কারণ মওলানা ভাসানী সর্বদা মুক্তিকামী জনতার পথপ্রদর্শক হয়ে আছেন, থাকবেন।তারা আরও বলেন, মহান এ নেতার নামে শপথ নিয়ে আমাদের ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী এই সরকারকে হটিয়ে ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াইকে বেগবান করতে হবে। কেবলমাত্র ক্ষমতার পরিবর্তনই নয়, সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তন অত্যন্ত জরুরি। এ লড়াইয়ে দেশের শ্রমিক কৃষকসহ মেহনতি মানুষের অংশগ্রহণের আহ্বান জানাই। মাওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উৎযাপন কমিটির আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য বিজন সিকদার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিন। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সংগ্রামে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে আগামীর প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণের দাবি জানান।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ