Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 
Tuesday October 29, 2024 , 9:07 am
Print this E-mail this

জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি রোধে এ অভিযান

বরিশালে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ইসাকাঠী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অস্বাস্থ্যকর ও মানসম্মত পরিবেশবিহীন খাবার তৈরির কারখানাগুলোকে শনাক্ত করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বেশ কয়েকটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের বিষয়টি উঠে আসে। অভিযানে দেখা যায়, অনেক কারখানায় খাবারে অপ্রাকৃতিক রং ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।অভিযানের ধারাবাহিকতায় মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে পাবনা দধির মালিক মো: সারোয়ারকে ৩ হাজার টাকা, আবির মিষ্টি মুখের মালিক মো: ইমরান হাওলাদার ৫ হাজার টাকা। তায়েবা মিষ্টি মুখের মালিক মো: বেল্লাল হোসেনকে ৪ হাজার টাকা, আল-কায়েদ সুইস হাউজের মালিক মো: মিরাজ পাটোয়ারীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় হালিম চৌধুরী বলেন, এ ধরণের অভিযান জনস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এ অভিযান থেকে শিক্ষা নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত করে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি রোধে এ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান চলবে। স্থানীয়দের অভিযোগ জানাতে উৎসাহিত করা হয়েছে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী