Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৩, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী! 
Wednesday October 1, 2025 , 11:51 pm
Print this E-mail this

সাদিয়া স্টিভেন জনসন সিনড্রোম নামক মারাত্মক জটিল রোগে আক্রান্ত

বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া (২২) ভুল চিকিৎসার কারণে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত দুই মাস ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, দাঁতের ব্যথার কারণে সাদিয়া শহরের চিকিৎসক ডা: ইকবাল হোসেন আমানের শরণাপন্ন হন। প্রথমে আক্কেল দাঁতের চিকিৎসার জন্য দাঁত সোজা করার পরামর্শ দেন তিনি এবং টিথ এলেইনার তৈরির নামে টাকা নেন। পরবর্তীতে আক্কেল দাঁতের পাশের আরেকটি দাঁতে সমস্যা দেখা দিলে সেই দাঁতে রুট ক্যানেল করান চিকিৎসক। এরপর থেকেই সাদিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তিনি প্যারালাইসডের মতো অসাড় হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, রুট ক্যানেল চিকিৎসার পর ডা: আমান ভুল ওষুধ দেন, যা সাদিয়ার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। মুখ ও শরীরে এসিড পোড়ার মতো জ্বালা এবং মুখ-গলার ভেতরের অংশ গলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, সাদিয়া স্টিভেন জনসন সিনড্রোম (Steven Johnson Syndrome) নামক মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগটির কারণ হিসেবে চিকিৎসকের দেওয়া ভুল ওষুধকেই দায়ী করেছেন শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: এস এম সরওয়ারসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা। বর্তমানে সাদিয়া শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।এ ঘটনায় সাদিয়ার সহপাঠী ও তার পরিবার চিকিৎসক ডা: ইকবাল হোসেন আমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি পোষ্ট করে ওই চিকিৎসকের উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা