Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন 
Saturday March 15, 2025 , 4:29 pm
Print this E-mail this

সাড়ে ৩ লাখের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (মার্চ ১৫) সকালে নগরীর কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন কম্পাউন্ডে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবারে নগরসহ গোটা ব‌রিশাল জেলায় ৩ লাখ ৬৯ হাজার ৫৯০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে ৩০টি ওয়ার্ডে ৫৮ হাজার ৪৬০ শিশু এবং বরিশাল জেলার ১০টি উপজেলার ২৫৮টি ওয়ার্ডে ৩ লাখ ৬৯ হাজার ৫৯০ শিশু রয়েছে। সিটি কর্পোরেশন ব্যতিত বরিশাল জেলায় ছয় থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৪১ শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। অপরদিকে ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৬ হাজার ৭৮৯ শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। বরিশাল জেলার ১০ উপজেলার ৮৭ ইউনিয়নের ২৫৮ টি ওয়ার্ডে ২ হাজার ৭৩ টি স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৪ হাজার ১৪৬ জন স্বেচ্ছাসেবক এ টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৪৬০ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী আট হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ বয়সের ৪৯ হাজার ৯৬০ শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ৪৩৮ জন কর্মী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে। বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মনজরুল ইসলাম শুভ্র জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ বাস্তবায়ন করার লক্ষে আগাম সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী