Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভিজিএফ’র চাল উদ্ধার করেছে পুলিশ 
Wednesday July 14, 2021 , 11:09 pm
Print this E-mail this

৯৯৯-এ ফোন পেয়ে চাল জব্দ করে বরিশাল সদর উপজেলা প্রশাসনকে অবহিত

বরিশালে ভিজিএফ’র চাল উদ্ধার করেছে পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে দেশের দরিদ্রজন গোষ্ঠিকে ১০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই মোতাবেক বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে চাল বিতরনের সকল প্রস্তুতি সম্পুর্ণ করেছে ইউনিয়ন পরিষদ। সূত্র জানা গেছে, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের আওতায় ২২ দরিদ্রকে ২২ টান চাল বিতরণ করবে। বরিশাল সদর খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে নিয়ে যায়। বুধবার (জুলাই ১৪) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চাল চুরির সংবাদ দেয়-৯৯৯। কল পেয়ে ঘটনাস্থলে হাজির বন্দর থানা পুলিশের একটি টিম। পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১০ নং টুংগীবাড়িয়া ইউনিয়নের টুমচর গ্রামের শিরিন নামের এক নারীর ঘর থেকে সরকারী বস্তাসহ চাল জব্দ করা হয়েছে। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় যে এই চাল চোরাই না চোরাই না। ঘটনাস্থলে সদর উপজেলার কর্মকর্তা যাচ্ছেন তারা গেলে বুঝা যাবে আসলে চাল চোরাই কিনা। ঘটনাস্থলে থাকা বন্দর থানার পুলিশ পরির্দশক (ওসি অপারেশন) হরিদাস নাথ জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে এই খানে আসি এবং চাল জব্দ করে বরিশাল সদর উপজেলা প্রশাসনকে অবহিত করি। তারা আসলেই ঘটনার সতত্য যাচাই পূর্বক ব্যবস্থা নিবেন। এবিষয়ে বরিশাল সদর উপজেলার ইউএনও মোঃ মুনিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষনিক ট্যাগ অফিসার ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। যদি তারা কোন রকম অনিয়ম পায় তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। চাল ক্রয় করা শিরিন বেগম জানান, আমি তো অতকিছু বুঝি না। আমি আমাদের বাড়ির আলম খানের কাছ থেকে কিনেছি। তবে কোথার চাল আমি সেটাও জানি না। এব্যাপারে অভিযুক্ত আলম খানকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খান বলেন, আমার ইউনিয়ন পরিষদের গোডাউনে চাল রাখা আছে। সেখানে কোন কম নেই। কে কোথায় থেকে এই চাল কিনেছে আমি জানি না। প্রশাসনের লোকজন এসে গুনে দেখুক আমার চাল কম আছে কি না। কম থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি মাথা পেতে নিব।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ