Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বোনের মৃত্যুর একঘণ্টা পর ভাই’র মৃত্যু 
Sunday November 14, 2021 , 6:30 pm
Print this E-mail this

ছোটবেলা থেকেই বাবা তাঁর ছোট বোনকে একটু বেশি আদর স্নেহ করতেন

বরিশালে বোনের মৃত্যুর একঘণ্টা পর ভাই’র মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতেই মৃত্যু হয় রাহিমুন বিবি (৬৫) নামের এক বৃদ্ধার। খবর শুনে এর একঘণ্টা পর মারা যান তাঁর বড় ভাই আব্দুল খাদেম মোল্লাও (৯০)। রোববার  (নভেম্বর ১৪) সকালে আব্দুল খাদেম মোল্লার জানাজা শেষে ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। অন্যদিকে শনিবার (নভেম্বর ১৩) রাতে জানাজা শেষে দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে রাহিমুন বিবিকে দাফন করা হয়। রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন বলেন, আমার মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। শনিবার বিকেল ৫টার দিকে আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি ফোন আত্মীয়-স্বজনদের জানানো হয়। ঘণ্টাখানেক পর খবর পাই আমার মামা আব্দুল খাদেম মোল্লাও মারা গেছেন। আব্দুল খাদেম মোল্লার ছেলে আজিজুল মোল্লা বলেন, অনেকদিন ধরে আমার বাবা অসুস্থ ছিলেন। শনিবার বিকেলে ফুপু রাহিমুন বিবির মৃত্যুর খবর পান। এক ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা ৬টার দিকে বাবাও মারা যান। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই বাবা তাঁর ছোট বোন রাহিমুন বিবিকে একটু বেশি আদর স্নেহ করতেন। হয়তো ছোট বোনের মৃত্যুর খবর সইতে পারেননি। রোববার সকালে বাবার জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এদিকে তাঁদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো: লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ স্থানীয়রা অনেকেই।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ