|
৫জনকে আসামি করে হত্যা মামলা-ওসি মিজানুর রহমান
বরিশালে বেল্লাল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বেল্লাল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তাঁর লাশ একটি ভবনের সিঁড়ি দিয়ে নামিয়ে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে রেখে পালিয়ে যান চার তরুণ-তরুণী। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত বেল্লালের বাবা শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নগরীর ভাটারখাল এলাকায় বেল্লাল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটন করতে আমাদের কার্যক্রম চলমান আছে। গ্রেফতার হওয়া ওই তিনজন হলেন-চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২৮), পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার এক তরুণী (২০) ও ফরিদপুর জেলার খালাশপুর এলাকার এক তরুণী (১৮)। পলাতক আসামিরা হলেন-পলাশপুর বস্তির রিপন রানা ও চরবাড়িয়া ইউনিয়নের সবুজ।

মামলা সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, নগরীর ভাটারখাল এলাকার মাজার ভবনের তৃতীয়তলায় মঙ্গলবার রাত ৩টার দিকে বেল্লালের লাশ সিঁড়ি থেকে নামাচ্ছেন রিপন রানা ও তার সঙ্গে থানা চারজন তরুণ-তরুণী। এরপর বেল্লালের লাশ বরিশাল শেরে-ই বাংলা হাসপাতালে রেখে পালিয়ে যান সবাই। বুধবার (ডিসেম্বর ৩) সকালে বিষয়টি জানাজানি হলে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ভাটারখাল এলাকার মো: টিপু বলেন, সাবেক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলোর একটি রুমে প্রতিদিন মদপান করত রিপন রানাসহ কয়েকজন। মঙ্গলবার দিবাগত রাতে মদপান করার সময় বেল্লালকে মারধর করে গুরুতর আহত করে রিপন ও তার সঙ্গের লোকজন। বেধড়ক মারধরে বেল্লাল নিহত হলে তাঁর লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকাণ্ডে জড়িতরা। নিহত বেল্লালের বাবা শাহ আলম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে রিপন রানাসহ কয়েকজন। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন বেল্লালের বাবা।
Post Views: ০
|