গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি
বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জাল নোটসহ যুবক গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (মে ২৮) দুপুরে কাউরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হিজলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো: আরাফাত রহমান হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হিজলা উপজেলার কাউরিয়া বাজারের বিভিন্ন মুদি মনোহারী দোকান থেকে মুদি মালামাল ক্রায় করে জাল টাকা দিয়ে বিল পরিশোধ করেন এই চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার কাউরিয়া বাজারে অভিযান চালিয়ে ৪,৫০০ নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মুলাদী উপজেলার চরডিগ্রী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মো: সাদ্দাম হোসেন। এবিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হিজলা থানাধীন কাউরিয়া বাজার থেকে জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।