Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণ 
Sunday May 19, 2019 , 12:22 pm
Print this E-mail this

বরিশালে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের নতুন বাজার থেকে চরডুমুরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কে বিদ্যুতের খুঁটি রেখে পাকাকরণের কাজ চলছে। ফলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলা এলজিইডি অফিস সূত্র জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় গত ফেব্রুয়ারিতে গাছুয়া নতুন বাজার থেকে চরডুমুরিতলা সড়ক নির্মাণ কাজ শুরু হয়। চরধলেশ্বর এলাকায় ওই রাস্তার মাঝখানে দুই তিনটি বিদ্যুতের খুঁটি রয়েছে। স্থানীয়রা পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলেও তা অপসারণ না করেই কাজ চলছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। সড়ক নির্মাণ কাজের ঠিকাদার মনিরুল হাসান জানান, রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য স্থানীয় চেয়ারম্যান ও এলজিইডি অফিসকে একাধিকবার অনুরোধ করা হলেও তারা ব্যবস্থা গ্রহণ করেনি। সময়ের বাধ্যবাধকতার কারণে খুঁটি রেখেই কাজ চালিয়ে যেতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, নির্মাণাধীন রাস্তার মাঝখানের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিসের ডিজিএমকে জানানো হয়েছে। তাকে উচ্চ আদালতের আদেশের কথাও অভিহিত করা হয়। মুলাদী পল্লী বিদ্যুতের ডিজিএম রেজায়েত আলী জানান, ইউপি চেয়ারম্যানের লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি বরিশাল জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে। তার নির্দেশনা পেলেই ব্যবস্থা নেয়া হবে।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার