Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১২, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রি‌কেট ম্যাচ শুরু 
Monday October 28, 2019 , 7:03 pm
Print this E-mail this

বরিশালে বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রি‌কেট ম্যাচ শুরু


নিজস্ব প্রতিবেদক : অব‌শে‌ষে মা‌ঠে গড়া‌লো বাংলা‌দেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দ‌লের ক্রি‌কেট ম্যাচ। ‌সোমবার (২৮ অ‌ক্টোবর) দুপুর আড়াইটায় ব‌রিশা‌ল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত স্টে‌ডিয়া‌মের মা‌ঠে না‌মে দল দু’টি। এর আ‌গে ট‌সে জি‌তে ব্যা‌টিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ম্যাচ রেফা‌রি এ এস এম র‌কিবুল হাসান জানান, যতক্ষণ আ‌লো থাক‌বে ততক্ষণ খেলা চল‌বে। মঙ্গলবার (২৯ অক্টোবর) নির্দিষ্ট সম‌য়ের আধঘণ্টা আ‌গে খেলা শুরু হ‌বে এবং নিয়মানুযায়ী যতক্ষণ ম্যাচ প‌রিচালনার ম‌তো আ‌লো থাক‌বে ততক্ষণ খেলা চল‌বে। উ‌ল্লেখ্য, চার‌ দিনব্যা‌পী ম্যাচ গত ২৬ অক্টোবর শুরু হওয়ার কথা থাক‌লেও বৈরী আবহাওয়ার কা‌রণে দুইদ‌িন প‌রিত্যক্ত ঘোষণা হয়।

দুপুর ২টায় আনুষ্ঠা‌নিকভা‌বে খেলার উ‌দ্বোধন ক‌রেন, ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের (বিসিসি) মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন-বি‌সি‌বির প‌রিচালক আলমগীর খান আ‌লো, ব‌রিশা‌লের জেলা প্রশাসক (ডিসি) অ‌জিয়র রহমান প্রমুখ। এ‌দি‌কে, প্রথমবা‌রের ম‌তো আন্তর্জা‌তিক ম্যাচ‌কে ঘি‌রে দুপুর ১২টা থে‌কেই ব‌রিশা‌ল শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত স্টে‌ডিয়া‌মের গ্যালারিতে ক্রিকেট‌প্রেমী ও দর্শক‌দের উপ‌স্থি‌তি ছি‌ল চো‌খে পড়ার ম‌তো। খেলা শুরুর আ‌গে স্টে‌ডিয়া‌মের দ‌ক্ষিণ পা‌শের গ্যালা‌রি কানায় কানায় প‌রিপূর্ণ হ‌য়ে যায়। প্রথমবা‌রের মতো বিনা টি‌কি‌টে এ খেলা দেখ‌তে পে‌য়ে বেশ উচ্ছ্বাসিত দর্শনার্থীরা।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী