Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ফেরিঘাটে জন্ম নেওয়া নবজাতকের ঠাঁই হল ছোটমনি নিবাসে 
Sunday March 24, 2024 , 8:19 pm
Print this E-mail this

ভিকটিম সাপোর্ট সেন্টারে মা, ময়মনসিংহের এক আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে তাকে

বরিশালে ফেরিঘাটে জন্ম নেওয়া নবজাতকের ঠাঁই হল ছোটমনি নিবাসে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদরে ফেরিঘাটে মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেওয়া নবজাতকের ঠাঁই হল ছোটমনি নিবাসে। আর মাকে পাঠানো হবে ময়মনসিংহের এক আশ্রয় কেন্দ্রে। রোববার (মার্চ ২৪) আদালতের নির্দেশে নবজাতককে আগৈলঝাড়া উপজেলার গৈলা ছোটমনি নিবাসে পাঠানো হয় বলে জানান বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান। তিনি বলেন- শনিবার রাত ৮টার দিকে ২৫ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন হেলেনা সদর উপজেলার লাহারহাট ফেরিঘাটের পাশে কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার সময় ঘটনাস্থলে থাকা বেদে সম্প্রদায়ের নাসিম বলেন, নদীতে মাছ ধরে বিক্রি করতে ছোট ভাইয়ের স্ত্রী মালেকাসহ তিনি বাজারে যান। এ সময় তারা দেখতে পান ভারসাম্যহীন ওই নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। দুই সন্তানের জননী মালেকা বলেন, ওই নারীকে দেখে বুঝতে পারি সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে। তার পাশে যাই। পরে ওই নারী এক কন্যা সন্তানের জন্ম দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে তাদের আদালতে পাঠানো হয়। মালেকার ননদ নাসিমা বেগম জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দুই বছর ধরে ওই এলাকায় ঘোরাফেরা করেন। পরিচয় জানতে চাইলে নিজের নাম শুধু হেলেনা বলে জানান। আর কিছু বলতে পারে না। তিনি বলেন, আমি নিঃসন্তান। শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালনপালন করতে চাই। এ জন্য ওই নারীর চিকিৎসায় পাঁচ হাজার টাকা ব্যয়ও করেছি। শনিবার রাত থেকে তার সঙ্গে আছি। বন্দর থানার এসআই রোজিনা বেগম বলেন, আদালতের নির্দেশে নবজাতককে আগৈলঝাড়া শিশু নিবাসে পাঠানো হবে। মাকে আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পরে তাকে ময়মনসিংহের ধরলায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। মা ও নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, নবজাতকের নিরাপত্তার জন্য শিশু আদালতের নির্দেশানুযায়ী তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে। তবে কেউ শিশুটিকে লালনপালন করতে চাইলে কিছু শর্ত ও প্রক্রিয়া মেনে নিতে হবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ