Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু 
Friday April 11, 2025 , 10:10 pm
Print this E-mail this

বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা-ওসি মিজানুর রহমান

বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মো: মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (এপ্রিল ১১) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বুধবার (এপ্রিল ৯) ছুরিকাঘাতের শিকার হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মাসুদুর রহমান নগরীর নতুন বাজার টেম্পুস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল, বিষয়টি তিনি বুঝতে পারেননি। বুধবার (এপ্রিল ৯) বেকারির মালামাল আনার জন্য দুই লাখ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য জোরাজুরি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানান। এসময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার আমরা হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন হামলার শিকার মাসুদুর রহমান বলেন তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে কাছের কোনো জিনিসে পেটে আঘাত পেয়েছেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছেন। তাই আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাসুদুর রহমানের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২