মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে আব্দুস সাত্তার (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (জুলাই ১৫) দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের গোলদার বাড়ি এলাকায় নিজ ঘরের ভেতরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাত্তারের স্ত্রী অসুস্থ অবস্থায় ঘরের এক কক্ষে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে সামনের কক্ষে থাকা আব্দুস সাত্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশালের পুলিশ সুপার সার্কেল (বাকেরগঞ্জ) মাসুম বিল্লাহ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।