হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন
বরিশালে পুকুরে গোসল করতে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (এপ্রিল ২১) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিএম কলেজের কলা ভবন সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।
নিহত সীমান্ত কর্মকার নগরীর শেরে বাংলা সড়কের বাসিন্দা ও আলেকান্দা সরকারি কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে সিমান্ত নিখোঁজ হয়। বিষয়টি ফায়ার সার্ভিস সদস্যদের জানালে, দুপুর আড়াইটার দিকে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।