Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপণা বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
Thursday November 1, 2018 , 7:33 pm
Print this E-mail this

বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় জন সাধারন যত্রতত্র ময়লা ফেলছে

বরিশালে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপণা বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের তরুণ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দ বরিশালে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবিতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে ‘বরিশাল নগরীতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপণা বাস্তবায়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে পাঠ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার রাজীব এবং বরিশাল মহানগর জাতীয় সমাজের সভাপতি মো: আশিকুর রহমান বলেন, বরিশাল নগরীকে ময়লা আবর্জনা ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে আজকের এই আয়োজন। দীর্ঘ দিন যাবত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে আসছি যে, বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় জন সাধারন যত্রতত্র ময়লা ফেলছে। সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ও বর্জ্য নিষ্কাশনের জন্য নিয়মিত কাজ করছে এমন কর্মচারীও প্রয়োজনের তুলনায় কম দেখা যায়। ফলে নগরের অধিবাসীরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে। পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে সিটি কর্পোরেশনের বাসিন্দারা ময়লা আবর্জনা ড্রেন ও খালে ফেলায় পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে খাল ও ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতাসহ বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিচ্ছে। স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় এই চর্চার পরিবর্তন প্রয়োজন। আমরা ইতোমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড -এ ময়লা আবর্জনা ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে স্থানীয় কাউন্সিলর, ওয়ার্ডের বাসিন্দাদের সাথে আলোচনা করে মেয়র বরাবর একটি আবেদন করি, যেখানে ২৫০ জন সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করি। আবেদনের প্রেক্ষিতে মেয়র বিষয়টির জন-গুরুত্ব বিবেচনায় নীতিগত ভাবে সম্মতি প্রদান করেছেন। আমরা আজ এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নিকট মূলত সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের কথা বিবেচনা করে নগরীকে ময়লা আবর্জনা ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করে তা বাস্তবায়ন করার দাবি জানাই। পাশাপাশি স্ব স্ব এলাকাবশীকে সচেতনাতা হয়ে পরিবেশ বান্ধব এলাকা সৃষ্টি করার আহবান জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যালনালের রিজিওনাল ম্যনেজার দিপু হাফিজুর রহমান, এলাকাবাসীর প্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা