|
ইফতারের পূর্ব মুহূর্তে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া করেন অতিথিবৃন্দরা
বরিশালে নারী উদ্যোক্তাদের ইফতার মাহফিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২১ রমজান শনিবার (এপ্রিল ২৩) বিকাল ৫ টায় নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে বরিশাল জেলার নারী উদ্যোক্তাদের আয়োজনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, বিসিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃনদরা, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নারী উদ্যোক্তা রিনা বেগমসহ অন্যান্য নারী উদ্যোক্তারা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া করেন অতিথিবৃন্দরা।
Post Views: ০
|
|