Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নাতীকে পিটিয়ে হত্যার অভিযোগে ভৈরবে দাদা আটক 
Tuesday May 10, 2022 , 2:58 pm
Print this E-mail this

নাতিকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেন দাদা আবুল কাশেম হাওলাদার

বরিশালে নাতীকে পিটিয়ে হত্যার অভিযোগে ভৈরবে দাদা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাগানের নারকেল ও লেবু চুরির সন্দেহে দশম শ্রেণি পড়ুয়া নাতি জিসানকে (১৭) ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেন দাদা আবুল কাশেম হাওলাদার (৬৬)। গত ২৮ এপ্রিল ভোর সাড়ে ৬টার দিকে বরিশালের মুলাদী থানাধীন জালালাবাদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একমাত্র নাতিকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (মে ৯) রাতে কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে আসামি দাদা আবুল কাশেম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (মে ১০) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব কথা জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আবুল কাশেম হাওলাদার হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি জানান, ২ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই ছেলের মধ্যে বড় ছেলে নজরুল ইসলাম হাওলাদার প্রায় ১৩ বছর মালয়েশিয়া প্রবাসী। ছোট ছেলে আজিজুল কৃষিকাজ করেন। তিনি ছোট ছেলের সঙ্গেই খাওয়া-দাওয়া করেন। তবে বড় ছেলে মাঝেমধ্যে তার খরচের জন্য ছোট ছেলের টাকা পাঠান। ছোট ছেলের বাড়ির পেছনে নারকেল ও লেবু বাগান আছে। ঘটনার দিন গত ২৭ এপ্রিল রাতের আঁধারে কে বা কারা বাগান থেকে নারকেল ও লেবু পেড়ে নিয়ে যায়। পরদিন সকাল বেলা ছোট ছেলে আজিজুলের স্ত্রী আঁখিনুর বেগম (২২) গাছে ফল না দেখে বড় ছেলের বৌ ও তার ছেলে-মেয়েকে সন্দেহ করে গালিগালাজ করেন। এরই ধারাবাহিকতায় উভয়ের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এ সময় আজিজুল ও আঁখিনুর বড় ছেলের বৌ জেসমিন ও তার মেয়ে নাজমুন নাহার শিখাকে মারধর করতে শুরু করেন। এ সময় জেসমিন ও নাজমুন নাহারের চিৎকারে ঘর বের হয়ে এসে মা-বোনকে ছাড়িয়ে নিয়ে যায় তার নাতি (বড় ছেলের ছেলে) জিসান (১৭)। আবুল কাশেম জানান, ঘটনার সময় আজিজুলের সঙ্গে জিসানের তর্কাতর্কি হলে তিনি আজিজুলের পক্ষ নেন এবং উঠানে পড়ে থাকা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জিসানের মাথায় আঘাত করেন। এতে জিসান মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। পরে তারা দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় বাদী হয়ে জিসানের মা জেসমিন বেগম শ্বশুর আবুল কাশেমকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় কিশোরগঞ্জ থেকে আবুল কাশেমকে গ্রেফতার করে সিআইডি।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার