Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নসিমনচাপায় যুবক নিহত 
Friday August 30, 2024 , 5:21 pm
Print this E-mail this

আশঙ্কাজনক দু’জনকে শেবাচিমে প্রেরণ

বরিশালে নসিমনচাপায় যুবক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জে নসিমনচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রবাসী যুবক নিহত হয়েছেন। এছাড়া দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানিয়েছেন। শুক্রবার (আগস্ট ৩০) সকাল ১০টার দিকে উপজেলার স্টিমার ঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: হাসান হাওলাদার (৩৫) উপজেলার চর মিঠুয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। ঘটনাস্থলে যাওয়া মেহেন্দিগঞ্জ থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, উপজেলার পাতারহাট বন্দরের হাটের দিন ছিল। বাজার করতে নিজগ্রাম থেকে লঞ্চঘাটে আসেন মো: হাসান হাওলাদার। পরে সেখান থেকে অটোরিকশায় আরও ৪ যাত্রীর সঙ্গে বাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় লঞ্চঘাটগামী বেপরোয়া গতির একটি নছিমন অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রবাসী হাসানসহ অটোরিকশা চালকসহ অটোরিকশার যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক দু’জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই রিয়াজুল আরও জানান, ঘটনার পর এলাকাবাসী রিপন নামে এক নসিমন চালককে আটকে পিটুনি দেয়। তাকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। নিহত হাসানের স্ত্রী ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২