শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল নগরীর বাজার রোডস্থ গগনগলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল (ঢাকা জর্দা) উদ্ধার করে বিনষ্ট করা সহ তাৎক্ষনিক নকল (ঢাকা জর্দার) মালিক দুলাল বাবুকে ২ লক্ষ জরিমানা করে। রোববার (জানুয়ারি ২৩) দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিত্তে গগনগলির দুলাল ক্যামিক্যাল ওয়ার্কসে এই অভিযান চালায় তারা। বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোহাইব মিয়া জানান, দুলাল ক্যামিক্যালে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, ভোক্তা অধিদপ্তর জেলা সহকারী পরিচালক শাহ্ মোঃ শোহাইব মিয়া সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ নগরীর কাকলী মোড় মেহেন্দিঞ্জ দধি ঘরে অভিযান চালিয়ে সেখানে ৮ হাজার টাকা জরিমানা করেন। তারা বলেন, দুলাল বাবু দীঘদিন যাবত বরিশাল শহরের অলিগলিতে বাসা ভাড়া নিয়ে নকল জর্দা কোম্পানি খুলে ব্যবসা করে যাচ্ছেন। আমাদের এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।