Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ১৪, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই সহোদরের উদ্যোগে ১-২ টাকায় ইফতার 
Thursday March 13, 2025 , 5:12 pm
Print this E-mail this

নিম্ন ও মধ্যবিত্তদের ভিড়, এমন উদ্যোগে খুশি রোজাদাররা

বরিশালে দুই সহোদরের উদ্যোগে ১-২ টাকায় ইফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রোজাদারদের জন্য কম টাকায় ইফতারসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল নগরীর দুই সহোদর। ফুটপাতে তারা ১ থেকে ২ টাকায়ও ইফতারসামগ্রী বিক্রি করছেন। এতে নগরীর ফকিরবাড়ী রোডে সম্রাট আর আকাশের ইফতারির দোকানে রমজানের শুরু থেকেই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় লেগেই আছে। এমন উদ্যোগে খুশি রোজাদাররা।

দোকানিরা জানিয়েছেন, ১ টাকার বিনিময়ে ইফতার পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে দুটি সামগ্রী। সেগুলো হলো আলুর চপ ও কলার চপ। ২ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে পেঁয়াজি বড়া, বেগুনি, সবজির বড়া ও কুমড়ো বড়া। এ ছাড়া ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। ইফতারসামগ্রী কিনতে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা পণ্য কিনেই বুঝেছি তাদের তেমন একটা লাভ হচ্ছে না। এটা বিক্রেতার উদারতার দৃষ্টান্ত।’ মজিবর রহমান নামক অপর এক ক্রেতা বলেন, ‘আমার সাধ্য আছে ১০ টাকায় ইফতার করার। ১০ টাকা দিয়ে এখানে ভরপুর ইফতারি খাওয়া যাবে। অন্য স্থানে ১০ টাকায় ইফতারসামগ্রীই পাওয়া যায় না। এত অল্প দামে ইফতার কিনতে পারায় সাধারণ মানুষ খুশি।’ বিক্রেতা মাহমুদ হাসান আকাশ বলেন, রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই অছিলায় আমরা সাশ্রয়ী মূল্যে ইফতারসামগ্রী বিক্রি করছি। রমজান মাসে যত টুকো পারি সাধ্যমতো দাম কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তিনি এটাকে এক ধরণের সেবা মনে করছেন।




Archives
Image
বরিশালে অনশন ভাঙেননি শিক্ষার্থীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের মহাপরিচালক
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন