Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ২২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দীপু দাসের স্মরনে ধর্মরক্ষিনীতে প্রার্থনা 
Sunday December 21, 2025 , 11:10 pm
Print this E-mail this

ময়মনসিংহের ভালুকায় বর্বরোচিত হত্যাকান্ডে দীপু নিহত

বরিশালে দীপু দাসের স্মরনে ধর্মরক্ষিনীতে প্রার্থনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ভালুকায় বর্বরোচিত হত্যাকান্ডে নিহত দীপু চন্দ্র দাসের বিদেহী আত্মার শান্তি কামনায় বরিশাল ধর্মরক্ষিনীতে প্রার্থনা সভা ও আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবীতে আজ (ডিসেম্বর ২২) বরিশাল নগরীর টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। বরিশাল নগরীর কালীবাড়ি রোড সংলগ্ন ধর্মরক্ষিনী প্রাঙ্গণে রবিবার (ডিসেম্বর ২১) রাতে প্রার্থনা সভা আলোক প্রজ্বলন কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল জেলা এবং মহানগর কমিটির আয়োজনে প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় সমাপনী বক্তব্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে। রাষ্ট্র নাগরিকদের নূন্যতম নিরাপত্তা দিতে অক্ষম, সেটা ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, সারাদেশে সন্ত্রাসী তৎপরতায় সকলে উদ্বিগ্ন। ওসমান হাদির হত্যাকান্ডে জাতি যখন বিচারের দাবিতে বিক্ষুব্ধ, তখন লক্ষ্মীপুরে আয়েশা হত্যা ও ভালুকায় শ্রমিক দীপুকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনায় জাতীকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর, বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায়, সাধারণ সম্পাদক প্রিয়ংকর পাল সুকু, বরিশাল মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত সেন, সাংগঠনিক সম্পাদক আকাশ সাহা, তাপস কর্মকার, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র কর, সুজয় সেন, অনিম বসু, প্রান্ত দত্ত, গৌরাঙ্গ দে, অধ্যাপক সুজয় সেন চয়ন, রিপন মজুমদার, মহাদেব রায় প্রমুখ।




Archives
Image
দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ
Image
হাদি-দীপু হত্যার বিচার চাইল কংগ্রেস-বিজেপি-বিশ্ব হিন্দু পরিষদ
Image
বরিশালে সরকারি খাল দখলকারীকে জেল
Image
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Image
দীপু হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন