Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০ 
Sunday December 14, 2025 , 6:21 pm
Print this E-mail this

ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আতাহার উদ্দিন গাজী (৮০) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (ডিসেম্বর ১৩) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। রোববার (ডিসেম্বর ১৪) স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৫১ জনের। আতাহার উদ্দিন গাজী (৮০) পটুয়াখালী সদরের বাসিন্দা। গত শনিবার তাঁকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছর বরিশাল শেবাচিম হাসপাতালে ৩২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দু’জন এবং ভোলায় একজন মারা গেছেন। চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২১ হাজার ৫৩১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৩১৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৬৩ জন রোগী। স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।




Archives
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০
Image
এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Image
বরিশালে বায়োপসি পরীক্ষার নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ