Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ১৫৩ জন 
Thursday January 23, 2025 , 5:57 pm
Print this E-mail this

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছুঁইছুঁই

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ১৫৩ জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি জানুয়ারির ২৩ দিনে ৯৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মশাবাহী রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। বৃহস্পতিবার (জানুয়ারি ২৩) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে বরিশাল বিভাগে ৫ জন ছাড়াও চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৪ জন করে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গু নিয়ে একজন করে মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৩ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৩ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বছরের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২০০ জন, ঢাকা বিভাগে ১৮০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, ডিএনসিসিতে ১৬২ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী