|
বরিশালে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট গৌরনদী উপজেলা বনাম হিজলা উপজেলার খেলোয়ারদের মধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয। খেলায় গৌরনদী উপজেলা ট্রাইবেকারে ১০-১১ গোলে হিজলা উপজেলাকে হারিয়ে জয়ী হয়। অপরদিকে (বালিকা অনুর্ধ-১৭) টূর্নামেন্টে ১-০ গোলে গৌরনদীকে হারিয়ে বানারীপাড়া উপজেলা জয়ী হয়। খেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, হিজলা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Post Views: ০
|
|