Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ২১, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাল টাকা চক্রের আরেক সদস্য গ্রেপ্তার 
Tuesday January 20, 2026 , 8:19 pm
Print this E-mail this

আটক হৃদয় পেশায় অটোরিকশা চালক, থানায় হস্তান্তর

বরিশালে জাল টাকা চক্রের আরেক সদস্য গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে এক সপ্তাহ আগে জাল টাকা চক্রের চার সদস্য গ্রেপ্তার করে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এবার হাওলাদার (১৭) নামে সেই চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (জানুয়ারি ১৯) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডস্থ শেরে বাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় পেশায় অটোরিকশা চালক এবং ওই এলাকার সফিক হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: ফিরোজ আলম।

পুলিশ জানায়, লোহারপুল এলাকার অটোরিকশা মালিক সাব্বিরের গ্যারেজ ভাড়া পরিশোধ করতে গত রোববার (জানুয়ারি ১৮) রাতে নতুন ৫০ টাকার ১০টি নোট দেন হৃদয়। সোমবার সকালে ওই টাকা দিয়ে কিস্তি পরিশোধ করতে গেলে সেগুলো জাল বলে ধরা পড়ে। অটোরিকশা মালিক সাব্বির জানান, সোমবার রাতে হৃদয়ের কাছে জাল টাকার বিষয়ে জানতে চাইলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে তাকে তল্লাশি করে ৫০ টাকার আরও ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। তাৎক্ষণিক গোয়েন্দা পুলিশকে খবর দিলে তারা এসে হৃদয়কে জাল টাকাসহ আটক করে। অভিযানিক দলের প্রধান এসআই মো: ফিরোজ আলম জানান, ধারণা করা হচ্ছে এরআগে বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া কিশোরদের জাল টাকা চক্রেরই সক্রিয় সদস্য হৃদয়। তাকে আটক করে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় ওই চক্রেরই অন্যতম সহযোগী।




Archives
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন
Image
আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের : ফয়জুল করীম
Image
বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
Image
পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের বেইলি ব্রিজ এখন মরণফাঁদ