Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জবাইকৃত নিন্মমানের মহিষের মাংসসহ আটক ৩  
Wednesday September 15, 2021 , 4:09 pm
Print this E-mail this

মাংস জব্দ, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে জবাইকৃত নিন্মমানের মহিষের মাংসসহ আটক ৩ 


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রায় ৪০ কেজি নিম্নমানের মহিষের মাংসসহ ৩ জনকে আটক করেছে কোতয়ালী পুলিশ। আজ বুধবার (সেপ্টেম্বর ১৫) দুপুর ১ টার দিকে দপদপিয়া টোল প্লাজায় স্থানীয়রা আটক করে পুলিশের খবর দিলে পুলিশ অভিযুক্তদের আটক করে। আটককৃতরা হলো-নগরীর বটতলা এলাকার শাহজাহানের ছেলে রিপন, বটতলার আইয়ুব আলীর ছেলে জসিম, মিন্টুর ছেলে রেজা। স্থানীয়রা জানায়, অভিযুক্তরা বরিশালের বন্দর থানাধীন নেহালগঞ্জ গজলি দিঘির পাড় এলাকা থেকে অটোরিকশাযোগে একদিন আগের শাহজাহান নামে ঐ এলাকার এক ব্যক্তির জবাইকৃত মহিষের মাংস কিনে বরিশালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা দপদপিয়া টোলঘর এলাকা থেকে অভিযুক্তদের আটক করে কোতয়ালী থানা পুলিশে খবর দেয়। এতে কোতয়ালী থানা পুলিশের এস আই রিয়াজ উদ্দিনসহ তার সঙ্গীয় ফোর্স  ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে।

এ বিষয়ে  বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই রিয়াজ উদ্দিন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অভিযুক্তরা একদিন আগে মহিষটি জবাই দেয়া সেটি স্বীকার করেছেন। থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিন্মমানের মাংসসহ তিন জনকে আটক করা হয়। এছাড়া মাংস জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন