Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৩ ছিনতাইকারী আটক 
Saturday June 22, 2019 , 10:32 am
Print this E-mail this

বরিশালে ৩ ছিনতাইকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছিনতাইের ঘটনার মাত্র ১০ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে আটক ও তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা এবং মোবাইল সেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডিবি’র উপ-পরিদর্শক (এস আই) দেলোয়ার এর নেতৃত্বাধিন টিম অভিযান চালিয়ে নগরীর কেডিসি ও বন্দর থানা এলাকা থেকে তাদের আটক করে। ডিবি পুলিশ জানায়, নগরীর ভাটিখানা ষোল বাড়ি এলাকার বাসিন্দা কালা চাঁন দেবনাথের ছেলে ও ডমিনিক প্রাইম ডিস্টিবিউশন’র এস আর আকাশ দেবনাথ কোম্পানির ক্যাশ কালেকশন শেষে রাজাবাহাদুর সড়ক হয়ে বাই সাইকেল যোগে চাঁদমারী যাচ্ছিলো। পথিমধ্যে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন বিভাগের কোয়ার্টারের সামনে কেডিসি বালুর মাঠ রাজ্জাক স্মৃতি কলোনীর মো: বশির হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (১৬), কেডিসি নামারচর কোস্টাল বরফকল কলোনীর মৃত আব্দুস ছত্তার মৃধার ছেলে মো: মজনু মুধা (১৬) ও রাজ্জাক স্মৃতি কলোনীর মো: মন্টু হাওলাদারের ছেলে মো: আছিব (১৭) তার গতিরোধ করে। এক পর্যায় মাধার ধর করে আকাশ এর সাথে কোম্পানির ৫ হাজার ৩৪৯ টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই দেলোয়ার ও তার নেতৃত্বাধিন সঙ্গীয় অফিসার এবং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই’র শিকার যুবকে উদ্ধার করেন। পরে তার দেয়া বর্ননা মতে সোর্স নিয়োগ করে তাৎক্ষনিক অভিযান শুরু করে ডিবি’র টিম। এর পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৯টার দিকে কেডিসি বালুর মাঠ বস্তির সামনে রেনু বেগম এর চায়ের দোকানের সামনে হতে ছিনতাইকারী আসিব ও মো: মজনুকে গ্রেফতার করে তারা। পাশাপাশি মজনুর কাছ থেকে ৬৪০ টাকা ও আসিব এর কাছ থেকে ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে আসামীদের দেয়া স্বীকারক্তি অনুযায়ী ২০ জুন ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বন্দর থানাধিন খোন্তাখালীতে আশরাফ আলী বয়াতির ঘরে অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী ও আশরাফুলের নাতি হৃদয় হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ১শ টাকা ও ছিনতাই হওয়া মোবাইল সেট। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা