Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদলের সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি 
Thursday May 15, 2025 , 4:29 pm
Print this E-mail this

ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে

বরিশালে ছাত্রদলের সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (মে ১৫) বেলা সাড়ে ১১টায় বিএম কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সড়কে অবস্থান, মানববন্ধন এবং কালোব্যাজ ধারণ করেন ছাত্রদল নেতাকর্মীরা। বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাবর খালেদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে প্রকাশ্যে একজন ছাত্রনেতা হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রমাণ করে যে, অন্তবর্তীকালীন সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তারা আরও বলেন, আমরা সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় ছাত্রদল বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। গত মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস