Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাগল চুরির সময় তিন চোর হাতেনাতে আটক 
Tuesday December 21, 2021 , 8:34 pm
Print this E-mail this

বেশ কয়েকটা ছাগল চুরি হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় যুবসমাজ

বরিশালে ছাগল চুরির সময় তিন চোর হাতেনাতে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর সিএন্ডবি রোড থেকে ছাগল চুরি করার সময় হাসান (২০) নামের এক চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে সেই চোরের তথ্যানুসারে চোরাই ছাগল ক্রয় করতে আসা অপর দুই চোর রাজু ও সাইফুলকে আটক করে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে বটতলা ফাঁড়ি ইনচার্জ টিএসআই দুলাল ও  এ এস আই সবুজ তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে। এসময় চোরাই ছাগল ক্রয় করতে আসা রাজু ও সাইফুলের কাছ থেকে নগদ ১০ হাজার ৬১০ টাকা জব্দ করে এ এসআই সবুজ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় এক মাস যাবৎ নগরীর আলেকান্দা কাজীপাড়া, সিএন্ডবি ১ নম্বর পুল ও জমির খান সড়ক থেকে প্রায় ১১টি ছাগল চুরি হয়। এর ভিতর জমির খান সড়কের কামাল নামের এক লোকের সাতটি ছাগল সি এন্ডবি ১ নং  পোলের রনি নামের ব্যক্তির ১টি ছাগল বাচ্চু সিকদারের ২টি শহিদ মিয়ার ১টি ছাগল চুরি করে এই চোর চক্রটি। মঙ্গলবার (ডিসেম্বর ২১) সকাল ১০ টার দিকে নগরীর কাজীপাড়া শিকদার বাড়ির ভাড়াটিয়া হাসান নামের যুবক সি এন্ডবি পোলের রনির ছাগল চুরি করার সময় হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। দীর্ঘদিন থেকে এলাকা দিয়ে বেশ কয়েকটা ছাগল চুরি হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় যুবসমাজ। আজ সকাল দশটায় চোর হাসান, স্থানীয় রনির ছাগলটি অটোতে তোলার সময় অটোচালককে জিজ্ঞেস করে এটা কার ছাগল। তখন হাসান জানায় যে, এটা তার মামার ছাগল। পরে এটা নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের সময় স্থানীয় যুবসমাজ চোর হাসানকে হাতেনাতে আটক করে। হাসান বরিশাল নগরীর কাজীপাড়া শিকদার বাড়ির পাশে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকে হাসানের মা বিসিসির ঝাড়ুদার রহিমা বেগম। ঘটনার পর হাসানের মোবাইল নাম্বার দিয়ে বাজার রোডের এলাকার কসাই রাজু ও সাইফুলকে মুঠোফোনে চোরা ছাগল আছে বলে জানালে তারা ওই ছাগল কিনতে আসে এবং জনতার হাতে আটক হয়। রাজু ভাটিখানা এলাকার হাসান মিয়ার ছেলে ও সাইফুল ভাটিখানা এলাকার সওার হাংয়ের  ছেলে। এরা দু’জনেই চোরাই মাল কেনাবেচা করে বলে স্থানীয়ভাবে জানা যায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম জানান, মামলা দেওয়া হয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ