Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে অপসোনিন শ্রমিকদের বিক্ষোভ 
Saturday August 24, 2024 , 5:43 pm
Print this E-mail this

শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানে মিটিংয়ে সেনাসদস্যরা

বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে অপসোনিন শ্রমিকদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :ট বরিশালের অপসোনিন স্যালাইন কোম্পানির একজন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এসময় চাকরিচ্যুত শ্রমিককে কাজে ফেরানো, বেতন-ভাতা বৃদ্ধি, জোর করে ওভারটাইম আদায় বন্ধ, ক্ষতিপূরণ প্রদানসহ ৯ দফা দাবি জানান। শনিবার (আগস্ট ২৪) দুপুরে নগরীর বগুড়া রোডে কোম্পানির কারখানার সামনে বিক্ষোভ করে তারা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। খবর পেয়ে সেনাবাহিনীর ৩টি টহল টিম সেখানে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করে। পরে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানে মিটিংয়ে বসেন সেনাসদস্যরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্যায়ভাবে আমাদের এক শ্রমিক ভাইকে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে পুনরায় কাজে ফেরাতে হবে। এছাড়া বেতন-ভাতা বৃদ্ধি, জোরপূর্বক ওভারটাইম আদায় বন্ধ, দুর্ঘটনার ক্ষতিপূরণ প্রদানসহ অন্যান্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। নয়তো কঠোর আন্দোলন করে দাবি আদায় করবে শ্রমিকরা। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিক্ষোভের শুরুতে যান চলাচল সাময়িক বন্ধ হলেও এখন তা স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর সহায়তায় কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।facebook sharing button




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২