Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩১, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চালু হলো-প্রয়োজনে অপ্রয়োজনে 
Saturday November 24, 2018 , 1:29 pm
Print this E-mail this

তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সুশিল সমাজ

বরিশালে চালু হলো-প্রয়োজনে অপ্রয়োজনে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সদিচ্ছা থাকলেই সমাজের হতদরিদ্র মানুষের সেবা করা যায়। তারই প্রমান রাখলেন ছাত্রলীগের সদস্য আবিদুর রহমান ইমন। সমাজের উচ্চবিক্ত ও নিম্নবিত্তের মাঝে বিভেদের দেওয়াল তুলে দিতে স্থাপন করলেন মানবতার দেয়াল। বরিশাল নগরের ভাটিখানার মুখে একটি দোকানের দেয়ালে গরীব অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে স্থাপিত এই দেয়ালে যে কোন সামর্থবান ব্যাক্তি তাদের অব্যবহিৃত পোষাকসহ যে কোন জিনিস ওই স্থানে রেখে আসবেন। অন্য দিকে হতদরিদ্র যাদের ক্রয় করার ক্ষমতা নেই তারা তাদের প্রয়োজনীয় পোষাক কিংবা বস্তু ওই স্থান থেকে নিয়ে আসবেন। এই উদ্দোগ্যে ইমনের সাথে রয়েছেন তারই সহকর্মী ছাত্রলীগ সদস্য তনু, ইষান, বাবু, সিয়াম, সাদসহ বেশ কয়েকজন তরুন। এদিকে তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সুশিল সমাজ। এবিষয়ে নগরের আপন সংগীত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল হাওলাদার আজিজ বলেন, যেখানে বিভিন্ন বির্তকিত কর্মকান্ডে ছাত্রলীগ সমালোচিত সেখানে তাদের এই উদ্দোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা চাই অন্য ছাত্র সংঠগন ছাড়াও সমাজের তরুনরা এধরণের মহতি কাজে নিজেরাই এগিয়ে আসুক। এবিয়য়ে স্থানীয় মসজিদের ইমাম বলেন, ওনারা যা করছেন তার কোন তুলনা নেই। এধরণের বিষয় বরিশালে এই প্রথম। আমরা আল্লাহর কাছে দোয়া কমনা করি যাতে আল্লাহ তাদের মানুষের সেবা করার মনবাসনা পূর্ণ করেন। তবে ভিন্নতর মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক খাজা পিকু। তিনি বলেন, শুধু মানবতার দেয়াল স্থাপন করলেই চলবে না। নিয়মিত এটির দেখভালসহ টোকাইদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি নিয়ে আলাপকালে মানকতার দেয়ালের উদোক্তা আবিদুর রহমান ইমন বলেন, আমার অবস্থান থেকে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই এটি স্থাপন করেছি। আমাদের পরিকল্পনা আছে, নগরের মডেল স্কুল, বিএম কলেজসহ নগরের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল স্থাপন করবো।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী