Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে গ্রামবাংলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ 
Tuesday January 11, 2022 , 9:38 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার

বরিশালে গ্রামবাংলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ


রিপন রানা, অতিথি প্রতিবেদক : সোমবার (জানুয়ারি ১১) বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও) গ্রাম বাংলার উন্নয়ন কমিটি ও অ্যামেরিকান এ্যালামানাই এ্যাসোসিয়েশনের অর্থায়নে ১০০জন পথশিশুদের মাঝে শীতবস্ত্র, খাবার ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। প্রোগ্রাম অফিসার মো: আলমগীর হোসেনের সঞ্চালনা ও কমিউনিটি ডেভেলপমেন্ট পরিচালক এ কে এম আলমের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আলী আশ্রাফ ভূইয়া বিপিএম-বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলুল করিম ফজলু, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি, ওসি মো: আজিমুল করিম ও ৭নং বিট অফিসার এএসআই রুমা পারভীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। এর আগেও প্রতিষ্ঠানটি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনাকালীন সময়ে কোতোয়ালি মডেল থানার ১০নং ওয়ার্ডের ৭নং বিট অফিসার এএসআই রুমা পারভীনের আবেদনে সাড়া দিয়ে ছিন্নমূল শিশুদের পাশে এগিয়ে আসে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃআলী আশ্রাফ ভূইয়া বিপিএম বার বলেন, পথশিশুরাও আমাদের সন্তান। তাদের উন্নয়নেও আমাদের কাজ করতে হবে। শীত বস্ত্র বিতরণ করার জন্য গ্রাম বাংলা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে সভাপতি কমিউনিটি ডেভেলপমেন্ট পরিচালক একেএম আলম বলেন, আমরা সব সময় সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ১০০জন পথশিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। আমাদের এই কাজের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ