Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খান সন্স টেক্সটাইল মিল চালু করার দাবি শ্রমিকদের 
Monday March 2, 2020 , 8:00 pm
Print this E-mail this

লে-অফ কালীন সময় ৫ মাস চলে গেলেও আমাদের কোন ভাতা দেয়া হয়নি

বরিশালে খান সন্স টেক্সটাইল মিল চালু করার দাবি শ্রমিকদের


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অবস্থিত খান সন্স টেক্সটাইল মিলের শ্রমীক ও কর্মচারীদের লে-অফ ভাতা অথবা বন্ধ হওয়া মিলটি পুনরায় চালু করে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় নগরীর কাউনিয়ার খান সন্স টেক্সটাইল মিলের সামনে শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক-কর্মচারীরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা বলেন, আমার জানতে পেরেছি কারখানা খোলা হবে না এবং এ জন্য লে-অফ কালীন সময় ৫ মাস চলে গেলেও আমাদের কোন ভাতা দেয়া হয়নি। বাংলাদেশ শ্রম আইনে লে-অফ ভাতা খুবই সামান্য ও নগন্য। এই ভাতা দিয়ে শ্রমিক ও শ্রমিকের পরিবার চলে না। তাই সাধারণ শ্রমিকেরা মিলিত হয়ে আমাদের পাওনা আদায়ের জন্য আবার আসতে হয়েছে। বার বার আসাটা আমাদের পক্ষে সম্ভব না। তাই কর্তৃপক্ষ মিল চালু করুক নয়ত আমাদের পাওনা লে-অফ ভাতা পরিশোধ করুক। শতাধিক শ্রমিক-কর্মচারীরা মিলে সামনে এসে বিক্ষোভ শুরু করে। তাৎক্ষনিক খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম এসে দ্রুত মিলটি চালু করা অথবা লে-অফ ভাতা প্রদানের আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা শান্ত হয়ে চলে যায়। এ বিষয়ে খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, হটাৎ মিলটি বন্ধ হয়ে যাওয়াতে মালিক, শ্রমিক ও কর্মচারীরা বিপাকে পরেছেন। আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই এর একটা সমাধান পাওয়া যাবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ