|
আনুষ্ঠানিকভাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি’র চাবী তুলে দেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশালে ক্রীড়া অঙ্গনে রোলার ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ক্রীড়া অঙ্গনে রোলার ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর ও বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হাতে চাবী তুলে দেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি।

পরে প্রতিমন্ত্রী শিশু পরিবারের সোনামনিদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপকরণ বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার ড. অমিতভ সরকার, পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো: সাউফুল ইসলাম, বিসিবি পরিচালক আলমগীর খান আলো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হোসেন চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, সমাজ সেবার উপপরিচালক মো: আল মামুন, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Post Views: ০
|
|