Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কোতয়ালী মডেল থানার দুই এসআই ক্লোজড 
Friday September 30, 2022 , 1:35 pm
Print this E-mail this

পর্যটকবাহী মাইক্রোবাসের যাত্রীদের কাছে ১ লাখ টাকা দাবি

বরিশালে কোতয়ালী মডেল থানার দুই এসআই ক্লোজড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ২০ হাজার টাকা নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকায় কোতয়ালী মডেল থানা পুলিশের দু’জন উপ-পরিদর্শককে ক্লোজড করা হয়েছে। তারা হলেন-উপ-পরিদর্শক ইব্রাহীম খলিল ও উপ পরিদর্শক মেহেদী হাসান-৩। বুধবার এই দু’জনকে মহানগর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া। মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে নগরীর বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় ১১ পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশী চালান সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তল্লাশী চালিয়ে পর্যটকবাহী মাইক্রোবাস থেকে ৪ ক্যান বিয়ার উদ্ধার করেন তারা। এরপর ওই পর্যটকবাহী মাইক্রোবাসের যাত্রীদের কাছে ১ লাখ টাকা দাবি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পর্যটক মহানগরপুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন যে, ডিবি পুলিশ পরিচয়দানকারীরা এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার ওই পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলের আশ-পাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কোতয়ালী মডেল থানার ওই দুই উপ পরিদর্শককে শনাক্ত করেন। বুধবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া বলেন, পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ২০ হাজার টাকা নেওয়ার ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩ কে অভিযুক্ত করা হয়েছে। তাদের মহানগর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম যোগদানের পর থেকে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষনার বাস্তবায়ন এই ক্লোজড এর ঘটনা।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন